তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার (Kanksa) বনকাটি এলাকার সাতকাহনিয়া থেকে ট্রান্সফর্মার (Transformers) চুরির ঘটনায় কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে সাতকাহনিয়ার জাহাঙ্গীর শেখ নামের এক ব্যাক্তিকে গত ২২ তারিখে গ্রেফতার করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঁকসা থানার পুলিশ গত ২৩ তারিখে দুর্গাপুর মহকুমা আদালতে ৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করলে। দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তাকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশি হেফাজতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ট্রান্সফর্মার (Transformers) চুরির ঘটনায় যুক্ত থাকার জন্য বসিরুদ্দিন মমিন নামের আরো এক ব্যক্তির নাম জানতে পারে পুলিশ।
শুক্রবার রাত্রে ওই ব্যক্তিকে দুর্গাপুর (Durgapur) থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি চুরির ঘটনা স্বীকার করে। প্রায় ২৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ।