নীলেশ দাস, আসানসোল :-বড়দিন থেকেই শুরু হয়ে যায় বর্ষ বরণ। সেইরকমই দেখা গেলো ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিনে ভ্রমণ পিপাসু মানুষদের। বাংলা ঝাড়খণ্ড লাগোয়া পর্যটন স্থল মাইথনে।
এদিন পিকনিক করতে বহু দূরদুরন্ত থেকে পর্যটকরা এসেছে। মাইথন জ্বলাধারে পিকনিকের মজে ব্যাস্ত পর্যটকরা। কলকাতা,দুর্গাপুর, মুর্শিদাবাদ, ধানবাদ ঝাড়খন্ড সহ বিভিন্ন দূরদুরন্ত থেকে পিকনিক করতে আসা পর্যটকদের। কেও তুলছে সেলফি কেও আবার করছে নৌকা বিহার। তবে এককথায় বলা যেতে পারে বড়দিনে জমজমাট মাইথন পর্যটন স্থল।
এদিন ভ্রমণ পিপাসু মানুষরা বেড়াতে এসে নিজেদের অনুভূতি প্রকাশ করেন,অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এখানে ঘুরার মজাটাই আলাদা বলে মনে করছেন।
অন্যদিকে আরেক জন জানান এখানে সবকিছু ভালো হলেও বাথরুমের পাশাপাশি পানীয় জলের ব্যাবস্থা নেই। পাশাপাশি এও বলেন এখানে পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তা রয়েছে বলে জানান।