তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার রাজবাঁধে অভিনেত্রী সায়ন্তিকার গাড়িতে ধাক্কা মারার ঘটনায় ধৃত লরি চালককে তোলা হলো মহকুমা আদালতে।গত ৯তারিখ ভোরে বাঁকুড়া থেকে কর্মসূচি সেরে কোলকাতা ফেরার সময় কাঁকসার রাজবাঁধে দিল্লি কোলকাতাগামী দু নম্বর জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পরে অভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সম্পাদিকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের গাড়ি।
একটি গরু বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সায়ন্তিকার গাড়িতে ধাক্কা মারে। গাড়িতে থাকা কারোর কিছু না হলেও ক্ষতি হয় শায়ন্তিকার গাড়ির। দুর্ঘটনার পরে সায়ন্তিকা বাঁকুড়ায় ফিরে যান এবং বাঁকুড়ায় গিয়ে সংবাদ মাধ্যম কে তিনি দূর্ঘটনার কথা জানান।
ঘাতক লোরিটিকে পুলিশ আটক করে এবং লরি চালক কে গ্রেফতার করা হয়। ধৃত চালকের নাম কৌশিক যাদব তিনি বিহারের বাসিন্দা।ধৃত চালককে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।