তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত রবিবার থেকে কাঁকসার জাঠগড়িয়া এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ৫ জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃতরা সকলেই কাঁকসার জাঠগড়িয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রসঙ্গত,গত রবিবার সন্ধ্যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন। ভাঙচুর করা হয় তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কাজল শেখের বাড়ি। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে সোমবার ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতির সামাল দেয়।
আরো পড়ুন:- যুবকের জিভ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক আদিবাসী মহিলার বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার মহিলার
নতুন করে যাতে কোনরকম উত্তেজনা আর না হয় তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার জন্য পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।ধৃতদের মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ ।