শুভময় পাত্র,বীরভূম:- যুবকের জিভ কাটার অভিযোগ উঠল এক আদিবাসী মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন ফুল ডাঙ্গা গ্রামে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী গতকাল সন্ধ্যায় সোমাই সরেন (২০) নামে এক যুবক তার বন্ধুর সঙ্গে পাকু টুডু নামে এক মহিলার বাড়িতে মদ্যপান করতে যায়।
জানা গেছে তাদের মধ্যে কথাকাটাকাটি হওয়ার পরে ওই যুবকের জিভ কেটে নেওয়া হয়। প্রাথমিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হসপিটাল নিয়ে যাওয়া হলে তৎক্ষণাৎ তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।বর্ধমান মেডিকেল কলেজ প্রাথমিক চিকিৎসা করার পর তাকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করে।
আরো পড়ুন:- আউশগ্রামের দুই যুবককে নওয়াদার ঢাল স্টেশনের কাছ থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করল CID
স্থানীয় লোকজনের কাছে জানাযায় আর্থিক দিক থেকে অসুবিধা হওয়ায় তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। আজ সকাল থেকেই এই বিষয় নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে সোমাই সরেনের বাড়িতে। স্থানীয় লোকজনের দাবি অভিযুক্ত আদিবাসী মহিলা তন্ত্র সাধনা করেন। আর এই তন্ত্র সাধনা করার লক্ষ্যেই কিনা তার জিহ্বা কাটা হয়েছে এমনটাই অনুমান করছেন স্থানীয় লোকজন।
ঘটনার খবর যায় শান্তিনিকেতন থানায়।শান্তিনিকেতন থানার পুলিশ অভিযুক্ত আদিবাসী মহিলা পাকু টুডু কে আটক করে। যদিও অভিযুক্ত আদিবাসী মহিলা পাকু টুডু পুরো ঘটনা অস্বীকার করে। বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন ফুল ডাঙ্গা আদিবাসী গ্রামে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ।