তনুশ্রী চৌধুরী, পানাগড়:- কোনো মৌখিক বা মিসকল দিয়ে নয়। রীতিমতো ফর্ম ফিলাপ করে পানাগর বাজারে সদস্য সংগ্রহে নামলো কাঁকসা ব্লকের কংগ্রেসের কর্মী সমর্থকরা।রবিবার সকাল থেকে পানাগর বাজারের বাস স্ট্যান্ডের সামনে ফরম ফিলাপ করে সদস্য সংগ্রহের নামে তারা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, কাঁকসা ব্লকে সভাপতি পূরব ব্যানার্জি, কংগ্রেস নেতা ইন্দ্র কুমার মেহেরা, ব্লকের সাধারণ সম্পাদক সুনীল কোনার, জেলা কমিটির সম্পাদক ইন্দ্রজিৎ মুখার্জি, কাঁকসা অঞ্চল সভাপতি ফিরোজ শেখ, তিলক চন্দ্রপুর অঞ্চল সভাপতি শফিকুর রহমান, এবং জ্যোৎস্না শেখ সহ অন্যান্যরা।
পাশাপাশি এদিন বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন এক বিজেপি সমর্থক। জ্যোৎস্না শেখ নামের ওই বিজেপি সমর্থক জানিয়েছেন তিনি পূর্বে কংগ্রেস করতেন তবে দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির জন্য তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরে আজ ফের কংগ্রেসে যোগদান করলেন।
কাঁকসা ব্লকের সভাপতি পুরব ব্যানার্জি বলেন দলের নির্দেশ অনুযায়ী তারা আজ থেকে সদস্য সংগ্রহ শুরু করেছেন আজ প্রায় ৫০০ জনের সদস্য সংগ্রহ করবেন তারা। তিনি বলেন অন্যান্য দলের যেমন মিস কল দিয়ে সদস্য সংগ্রহ করা হয় তারা এই ধরণের কাজ নয় তারা রীতিমতো ফর্ম ফিলাপ করে সদস্যপদ সংগ্রহ শুরু করেছেন।বহু মানুষ তাদের কাছে এসে সদস্যপদ সংগ্রহের জন্য নাম নথিভুক্ত করছে।