তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিনুকগড় আদিবাসী পাড়ায় ৮০ জনকে জাতির শংসাপত্র দেয়া হলো।এদিন ঝিনুকগড় গ্রামের মাঝি পাড়া প্রাথমিক বিদ্যালয় কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিবির অনুষ্ঠিত হয়। এই শিবির থেকেই ৮০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তপশিলি উপজাতি শংসাপত্র তুলে দেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন দুয়ারের সরকার ক্যাম্পে বহু মানুষ জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন। ওই গ্রামের ১১০ জন আদিবাসী সম্প্রদায়ের মানুষ শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন যার মধ্যে ৮০ জনের শংসাপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
গ্রামবাসীদের যাতে শংসাপত্র পেতে সমস্যা না হয় তাই পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামেই শিবির করা হয় এবং সেখানে পঞ্চায়েতের কর্মী এবং পঞ্চায়েত সদস্যদের নিয়ে এলাকাবাসীর হাতে শংসাপত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।