নিজস্ব প্রতিনিধি:-সাতসকালে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের (east Bardhaman) জামালপুর (Jamalpur) থানার হৈবতপুরে।পুলিশে এসে দেহটি উদ্ধার করে।
মৃতদেহটি সম্ভবত কোনো মহিলার। কারণ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যাওয়ায় সঠিক ভাবে বোঝা যাচ্ছে না। এই দেহটি প্রথম দেখতে পায় এক কিশোর।সকালে হাঁটতে বেরিয়ে একটি দেহ পুড়ছে দেখে ভয় পেয়ে যায় ওই কিশোর। সে গ্রামে খবর দিলে ভিড় জমে যায়। এলাকার মানুষ ঘটনাস্থলে আসেন।থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।
বিলটু পোড়েল নামের ওই কিশোর জানায়, সকালে হাঁটতে বেরিয়ে দেখতে পায় কিছু পুড়ছে। ভয় পেয়ে সে পালিয়ে গিয়ে গ্রামে খবর দেয়। এরপর গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে পুলিশ কে খবর দেয়।থানায় খবর দেওয়া হলে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়।
আরো পড়ুন:- প্রথমার্ধে ৩-০তে এগিয়ে থেকেও জয় পেল না বার্সা
গ্রামের বাসিন্দা দেবাশিস ঘোষ জানান, সম্ভবত বাইরে থেকে এনে এখানে পুড়িয়ে দেওয়া হয়েছে।তার আশা পুলিশ এর বিহিত করবে। অন্য গ্রামবাসী সনাতন পাকড়াশি, বিল্টু পোড়েলরা জানান,সকাল সকাল এই ঘটনায় হতবাক তারা। তাদের মনে হয়েছে। এটি কোনো বিবাহিতা মহিলার মৃতদেহ। শাঁখা সিঁদুর দেখে তাদের ওই অনুমান। মৃতা স্থানীয় কেউ নয় বলে জানান তারা। তবে তার পরিচয় এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।