সোমনাথ মুখার্জি, অন্ডাল :- সোমবার অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । দুপুর একটা নাগাদ অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে বিমানে করে নামেন তিনি ।
বিমানবন্দরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।মুখ্যসচিবকে অভ্যর্থনা জানাতে ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, মহকুমাশাসক ছাড়াও উচ্চপদস্থ আধিকারিকরা ।
সূত্র মারফত জানা যায় মুখ্যসচিব বিমাননগরীর বিশেষ কোনো বিষয়ে আলোচনা করার জন্য এখানে এসেছেন। বিমানবন্দরে অবতীর্ণ হওয়ার পর বিমানবন্দরের মেন গেটের বাইরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ।
আরো পড়ুন:- 'গত পঞ্চায়েত নির্বাচন না করা ভুল ছিল,দুর্নীতি করলে শুইয়ে দেব,' : অনুব্রত মণ্ডল
এরপর তিনি বিমান নগরীর মূল রাস্তা অর্থাৎ যে রাস্তা টি দু নম্বর জাতীয় সড়ক থেকে বিমাননগরী পর্যন্ত গেছে সেই রাস্তা পরিদর্শন করেন। তারপর বিমানবন্দরের ভেতর আলোচনার জন্য চলে যান ।