Type Here to Get Search Results !

'গত পঞ্চায়েত নির্বাচন না করা ভুল ছিল,দুর্নীতি করলে শুইয়ে দেব,' : অনুব্রত মণ্ডল

শুভময় পাত্র, বীরভূম:- রবিবার বিকালে বোলপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে তিন বছর পর ‘ভুল’ স্বীকার করলেন অনুব্রত মণ্ডল। সেই সঙ্গে তার ফের বিতর্কিত মন্তব্য, ‘‌যদি কেউ দুর্নীতি করে তাকে শুইয়ে দেব।’‌ জেলায় কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না স্পষ্ট করে দিয়েছেন তিনি।আউশগ্রামে তৃণমূল নেতা চঞ্চল বক্সিকে গুলি করে খুন করা হয়েছে৷ এই ঘটনায় ওই এলাকার ৬ তৃণমূল নেতাকে এদিন দল বহিষ্কার করে বলে জানালেন অনুব্রত মণ্ডল৷

রবিবার বিকালে বোলপুরে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে অনুব্রত মণ্ডল স্বীকার করেন আগের পঞ্চায়েত নির্বাচন না করা ভুল ছিল।বিজয়া সম্মেলনে আক্ষেপ প্রকাশ করে অনুব্রত বলেন, ‘‌সামনে পৌরসভা নির্বাচন, সকল টাউন প্রেসিডেন্ট সতর্ক হন। ব্লক সভাপতিরা পঞ্চায়েতে নজর দিন। এবার ভোট করব। মানুষের রায়টা প্রয়োজন। আগের বার পঞ্চায়েত নির্বাচন না করে ভুল করেছিলাম৷ মমতা ব্যানার্জি যা উন্নয়ন করেছেন, মানুষ তাতে মুখ ফেরাবে না৷ ভোট হবে এবার।মানুষের রায় তা নেওয়া দরকার ’‌। 

আরো পড়ুন:- রাজ্যের বিভিন্ন পৌরসভায় ন্যাশনাল আরবান হেলথ মিশনে কর্মী নিয়োগ

এদিন মহম্মদবাজার ব্লক সভাপতি কে স্পষ্ট নির্দেশ দেন  ‘জয়পুর থেকে মোলপুর পর্যন্ত রাস্তায় যেন কোনও বালির গাড়ি না যায় সেটা দেখতে হবে। এছাড়াও মহম্মদবাজারে দেউচা–পাচামি কয়লা প্রকল্পের জন্য রাজ্য সরকার পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছে। সেই প্যাকেজ নিয়ে আদিবাসী মানুষ জনকে ভুল বোঝাচ্ছে কেউ কেউ৷ তাদের খুঁজে বের করে তাদের বিষয়ে জেলা পুলিশ সুপার ও জেলা শাসককে জানানোর নির্দেশ দেন। দলীয় কর্মীরা যেন কিছু না করে, সেই নির্দেশও দেন তিনি। সেই সঙ্গে আদিবাসীদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষিত পুনর্বাসন প্যাকেজ বোঝাতে অলচিকি ভাষায় লিফলেট বিলি করার নিদান দিয়েছেন তিনি। এই বিষয়ে স্থানীয় নেতৃত্বের কয়েক জনকে বিশেষ দায়িত্ব দেন। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad