নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- পূর্ববর্ধমানের রায়নায় বড়বাজারের ব্যবসাসী খুনের ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার হল আরও দুই অভিযুক্ত।ধৃতদের নাম মেহেতাব আলম ও সাইডে আলম।দু’জনেরই বাড়ি কলকাতার লারকেলডাঙা এলাকায়।বিহারের রামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের দাবী রায়নার দেরিয়াপুর গ্রামের পৈতৃক বাড়িতে বেড়াতে আসা সব্যসাচী মণ্ডলকে খুনের ঘটনায় মেহেতাব ও সাইডেও সমানভাবে জড়িত ছিল।অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক সাজার দাবি করেছে নিহতের পরিজনরা।
এসডিপিও (বর্ধমান দক্ষিণ) আমিনুল ইসলাম খান জানিয়েছেন,সব্যসাচী মণ্ডল খুনের ঘটনার পর থেকেই মেহেতাব আলম ও সাইডে আলম এলাকা ছাড়া হয়ে যায়।সেই খবর গোপন সূত্রে পেয়ে পুলিশ তাঁদের ধরেছে।
এসডিপিওর দাবী ধৃত দু’জনেই সব্যসাচীকে খুনের ঘটনায় সরাসরি জড়িত ছিল।শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ১৪ দিনের পুলিশী হেফাজতের আবেদন করেছে পুলিশ।