ওয়েব ডেস্ক:- টুইটারের নতুন সিইও নিযুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল (Parag Agrawal)। সোমবার টুইটার এই ঘোষণা করেছে। কোম্পানির বিবৃতি অনুসারে, 'পরিচালক মণ্ডলীর সর্বসম্মতিক্রমে পরাগ আগরওয়ালকে সিইও (Twitter new CEO Parag Agrawal) এবং বোর্ডের সদস্য হিসাবে নিয়োগের অনুমোদন দিয়েছে।'পরাগ আগরওয়াল (Parag Agrawal) গত এক দশক ধরে টুইটারের (Twitter) সঙ্গে যুক্ত।
টুইটারে যোগ দেন স্পেশাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এবং তারপর চিফ টেকনোলজি অফিসার হন। টুইটারের আগে, পরাগ আগরওয়াল মাইক্রোসফ্ট (Microsoft), ইয়াহু (Yahoo) এবং এটিএন্ডটি (AT&T) ল্যাবগুলির সাথে কাজ করেছেন। পরাগ আগরওয়াল আইআইটি বোম্বে (IIT Bombay) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক করেছেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় (Stanford University) থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।
Twitter-এর সিইও পদ থেকে জ্যাক ডরসি (Jack Dorsey) পদত্যাগ করার পর তাঁর স্থলাভিষিক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। গতকালই জ্যাকের সরে যাওয়া এবং তাঁর জায়গায় পরাগের বসার কথা ঘোষণা করেছে Twitter। পরাগ ২০১১ সালে Twitter-এ কাজ শুরু করেন। সেই সময় মাইক্রো ব্লগিং সাইটের চিফ টেকনোলজি অফিসার হিসাবে নিয়োজিত হন তিনি। ২০১৭ সাল পর্যন্ত একটানা এই দায়িত্ব সামলেছেন পরাগ। প্রযুক্তিগত দায়িত্ব সামলানোর পাশাপাশি সংস্থার আয়-ব্যয়, রিসার্চ টিমের সঙ্গেও কাজ করতে হয়েছে। যা পরাগের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে।
আরো পড়ুন:- সপ্তম বার বিশ্ব ফুটবলে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি
পরাগ আইআইটি বম্বে থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করার সময় তিনি মাইক্রোসফট (Microsoft), এটিএন্ডটি (AT&T), ইয়াহু-র (Yahoo) মতো সংস্থায় রিসার্চ ইন্টার্ন হিসাবে কাজ করেন। নয়া গুরুদায়িত্ব পাওয়ার পর টুইট করে জ্যাক ডরসি এবং গোটা Twitter টিমকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন পরাগ। ভবিষ্যতের জন্য উচ্ছ্বসিত পরাগ সংস্থার প্রতি ভালবাসা ব্যক্ত করেন। সেইসঙ্গে তাঁর উপর বিশ্বাস এবং সমর্থন রাখার জন্য ধন্যবাদও জানান।