শুভময় পাত্র, বীরভূম:- শ্রীনিকেতনের পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর এর অভ্যন্তরীণ ছাত্রদের আসন সংরক্ষণের দাবি তুলে ছাত্রবিক্ষোভে আবারো উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।এদিন সকালে বিশ্বভারতীর উপাচার্যর দপ্তর তথা কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারের মূল গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাই বিশ্বভারতী ছাত্র-ছাত্রীরা।
অফিসে আসা বিশ্বভারতীর কর্মীরা ঢুকতে পারছেন না দপ্তরে। বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষি বিভাগে স্নাতকোত্তরের অভ্যন্তরীণ ছাত্রদের আসন সংরক্ষিত করার দাবিতে বিক্ষুব্ধ পড়ুয়াদের আবারও নতুন করে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে।
বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর এর আসন সংখ্যা প্রায় ৯০। কিন্তু বিশ্বভারতীর অন্যান্য ভবনে আভ্যন্তরীণ আসন সংরক্ষিত থাকলেও পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা বিভাগের আভ্যন্তরীণ সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছে বিশ্বভারতীর কৃষিবিদ্যা বিভাগের ছাত্র ছাত্রীরা।
ঠিক এমত অবস্থায় কাউন্সেলিং এর মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা ভর্তির প্রক্রিয়া করছে বিশ্বভারতী। খুব স্বাভাবিক ভাবেই বিশ্বভারতীর পল্লীশিক্ষা ভবনের কৃষিবিদ্যা স্নাতকের ছাত্রছাত্রীরা স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাচ্ছেন না। তাই অবিলম্বে অভ্যন্তরীণ সংরক্ষণ চালু করতে হবে, কাউন্সেলিং বন্ধ করে।
এই দাবি তুলে শুক্রবার সকাল থেকে বিশ্বভারতীর উপাচার্য দপ্তরের সামনে বিক্ষোভ এ বসলো ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের তরফ থেকে উপাচার্য দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয় এর মূল গেট, ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সদর দরজা বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন।
আরো পড়ুন:- পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবীতে বিজেপির মিছিলে ধুন্ধুমার বর্ধমানে
আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের দাবি, যতক্ষণ না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের বিষয়টি বিবেচনা করে দেখছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে।এদিন আবারও নতুন করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভের ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোন কিছু বিবৃতি পাওয়া যায়নি।