Type Here to Get Search Results !

বীরভূমের নানুরে নিহত সি পি আই এম কর্মী বদল শেখ এর পরিবারের সাথে দেখা করলেন রাজ্য বাম প্রতিনিধি দল


শুভময় পাত্র ,বীরভূম:- বীরভূমের নানুরে সিপি আইএম কর্মী কে পিটিয়ে মারার ঘটনায় নিহত বদল শেখ এর বাড়িতে রাজ্য বাম  প্রতিনিধিদল। রাজ্যের বামপন্থী সংগঠনের এক প্রতিনিধি দল এদিন দেখা করলেন নিহত বাদল শেখ এর পরিবারের সাথে। নিহত সিপিআইএম কর্মী বাদল শেখ এর স্ত্রী জারিনা বিবির হাতে ৫০ হাজার টাকার চেক আর্থিক অনুদান হিসেবে তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

প্রসঙ্গত,গত ৭ই নভেম্বর গোটা বিশ্ব জুড়ে  নভেম্বর দিবস পালন করেছিলেন কমিউনিস্টরা। ব্যতিক্রম নয় বীরভূম জেলার বামপন্থী সংগঠনগুলিও। সেই উদ্দেশ্যেই বীরভূমের নানুর থানা বালিগুনি গ্রামে সিপিআইএমের কর্মী বাদল শেখ নভেম্বর দিবস উদযাপন করেন। 

গ্রামে সিপিআইএমের দলীয় পতাকা উত্তোলন করা হয়। বাম সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের অপরাধের অভিযোগ, সিপিআইএম কর্মী বাদল শেখকে থেকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে নানুর থানার পুলিশের তৎপরতায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সিপিআইএম কর্মী বাদল শেখ কে। পরে হাসপাতালে মৃত্যু হয় বাদল শেখের।

এদিন রাজ্য বাম সংগঠনের প্রতিনিধি দলে ছিলেন সুজন চক্রবর্তী। রবীন দেব। নানুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিএম বিধায়ক শ্যামলী প্রধান। এছাড়াও বামেদের বীরভূম জেলা নেতৃত্ব। নিহত বাদল শেখের পরিবারের সাথে দেখা করে বাম প্রতিনিধিদল নানুরের সিপিএম পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেন। 

আরো পড়ুন:- কেন্দ্রীয় সরকারের সম্মতি পেল শান্তিনিকেতন মেডিকেল কলেজ

'তৃণমূল সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারছেনা। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এই সরকারের আমলে। গণতান্ত্রিক পদ্ধতিতে কোন কর্মীকে দল করতে দেওয়া হচ্ছে না। দলীয় পতাকা উত্তোলন করার অপরাধে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয় আমাদের দলের কর্মী বাদল শেখ কে।' 

এমনটাই অভিযোগ করেছেন বীরভূমে আসা রাজ্য বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে আগামী দিনে বড়োসড়ো আন্দোলনে যাবার কথাও বলেছেন সংগঠনের পক্ষ থেকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad