Type Here to Get Search Results !

মৃত বিজেপি সমর্থকের মৃত্যুর তদন্তে বর্ধমানে এলো CBI এর বিশেষ দল

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধি:- ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি সমর্থকের মৃত্যু নিয়ে বর্ধমানে তদন্তে এলো সি বি আইয়ের বিশেষ দল। দলে ছিলেন তিনজন সদস্য। দলটি প্রথমে বর্ধমান পুরসভার বোর্ডের মুখ্য প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এরপর তারা পুরসভায় গিয়ে কিছু নথিপত্র নিয়ে যান।

২ রা মে বিধানসভার ভোটের ফল বেরোতেই বর্ধমানেও বিভিন্ন এলাকায় হিংসা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ ,ভোট-পরবর্তী  হিংসায় মৃত্যু হয় বর্ধমান শহরের  কাঞ্চননগরের বেলপুকুর এলাকার বাসিন্দা নারায়ন চন্দ্র দাসের। 

পেশায় টোটোচালক এই ব্যক্তির মৃত্যুর পর বিজেপি'র পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে,বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পরই নৃশংসভাবে হত্যা করা হয় নারায়ন বাবু কে। সেই ঘটনারই তদন্ত করতে আজ বর্ধমান এ আসে সিবিআই এর বিশেষ প্রতিনিধিদল।  

বর্ধমান পৌরসভার মূখ্য প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের দাবি, এ ঘটনার সাথে পুরসভার কোনো যোগ নেই। আগে ওরা একটা চিঠি তাকে ব্যক্তিগতভাবে দিয়েছিলেন।যদিও তার কারণ কী তা তিনি জানেন না। তাতে ওই ব্যক্তির মৃত্যু শংসাপত্রসহ কিছু তথ্য চেয়েছিলেন। 

আরো পড়ুন:- দুর্গাপুর ফরিদপুর ব্লকে সাড়ম্বরে পালিত হল বিরসা মুন্ডার জন্মজয়ন্তী

আজ ওই সংক্রান্ত আরো কিছু নথির কপি চান। তিনি জানান,এ ব্যাপারে সচিবকে নির্দেশ দিয়ে দিয়েছেন তিনি। সি বি আইয়ের অফিসারদের সবরকম সহযোগিতা করা হয়েছে।এ ব্যাপারে তার আর কিছুই বলার নেই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad