নিজস্ব প্রতিনিধি:- স্বনির্ভর গোষ্টীর মহিলাদের সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে তাদের হাতে হাঁস-মুরগির বাচ্ছা তুলে দেওয়া হলো। মেমারি-১ ব্লকের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এদিন ৪৫ জনের হাতে ১০ টি করে হাঁস-মুরগির বাচ্ছা তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন মেমারি-১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, বিডিও শ্রী বিষ্ণু দাস, আই এ এস, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, বি এল ডি ও বরুণ হালদার, কর্মাধ্যক্ষ আব্দুল হালিম প্রমুখরা।