তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কাঁকসা থানার পুলিশ বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার সিলামপুর থেকে তারাপদ হাজরা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে ২৬টি মদের বোতল সহ তারাপদ হাজরা নামের ব্যক্তিকে সিলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
আরো পড়ুন:- সাতসকালে পানাগড়ের ২নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, রেলিং ভেঙে সার্ভিস রোডে উল্টে গেলো ট্যাংকার
পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি করতেন এলাকাবাসীর অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ শনিবার রাত্রে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।