তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-ওয়েষ্টবেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সম্মেলনকে সামনে রেখে একবিন্দু ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম কাঁকসা ব্লকের উদ্যোগে রবিবার কাঁকসার গোপালপুরে পদ যাত্রা অনুষ্ঠিত হলো।পদ যাত্রা শেষে এদিন গোপালপুরে একটি সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে নটার সময় গোপালপুর পশ্চিম পাড়া থেকে পদযাত্রা শুরু করে গোপালপুরের বিভিন্ন এলাকা ঘুরে গোপালপুর হাট তলা হয়ে গোপালপুরের রসিকতলায় পদযাত্রা শেষ হয়।
একবিন্দু ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম (কাঁকসা ব্লক) থেকে। উপস্থিত ছিলেন সেক্রেটারি-সংগ্ৰাম মূখার্জী, সম্পদক- কবি ঘোষ,সেক্রেটারি -সরাজেশ পালিত।
এছাড়া পদযাত্রায় অংশগ্রহন করবেন ফেডারেশন অফ ব্লাড ডোনার্স ইন্ডিয়ার এর সর্বভারতীয় সচিব মাননীয় অপূর্ব ঘোষ ও আরো অনেক বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানিয়েছেন অনেক মানুষের মধ্যে রক্তদান নিয়ে এখনোও অনেক ভয় রয়েছে।সাধারণ মানুষের মধ্যে থেকে সেই ভয় কাটাতে এবং রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে তাদের এই উদ্যোগ।
অন্যদিকে এদিন কাঁকসা সিংপাড়ায় ছাত্র সংঘ ক্লাবে 'মনের টানে' পানাগড় ভোলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গনে।
পুরুষ ও মহিলা মিলে এদিন ৩৫জন রক্তদাতা রক্তদান করেন। সংগঠনের সেক্রেটারি প্রণব শেঠ জানান মানুষের মধ্যে রক্তদান করার প্রবণতা বাড়াতে এবং সাধারণ মানুষকে রক্তের প্রয়োজন কতটা সেটা বোঝাতে বিভিন্ন এলাকায় ছোট ছোট করে রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরো পড়ুন:- বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার সিলামপুর থেকে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করল পুলিশ
এদিন রক্তদান শিবিরে ক্লাবের সদস্যরা ও সংগঠনের সদস্যরা ছাড়াও কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু চ্যাটার্জি,স্বপ্না বৈদ্য,দেবযানী মিত্র সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।