Type Here to Get Search Results !

বর্ধমানে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ


নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- ধনতেরাসের (Dhanteras) রাতে ডাকাতির ছক বানচাল করে দিল পুলিশ। মঙ্গলবার রাতে বর্ধমান (Bardhaman) শহরের উত্তর ফটকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে বর্ধমান থানার পুলিশ পাকড়াও করে । 

আরো পড়ুন:- চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ বন্ধ করছে Facebook 

ধৃতদের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও পাঁচ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত একজনে নাম শেখ সামিম, তার বাড়ি খাগড়াগড় (Khagragarh) এলাকায়।অন্যজনের নাম সুমন হাজরা।তার বাড়ি জেলার মঙ্গলকোটের (Mangalkote)শীতলগ্রামে।বুধবার তাদের আদালতে তোলা হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad