তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পুলিশ পরিচয় দিয়ে এক মহিলা ও তার স্বামীকে হুমকি দেওয়ার অভিযোগে কাঁকসার রথ তলা থেকে গ্রেপ্তার হলো দুই যুবক।জানা গেছে মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ বীরভূমের ইলামবাজারের বাসিন্দা নমিতা চক্রবর্তী তার স্বামীকে নিয়ে কোলকাতার এক বেসরকারি হাসপাতালে স্বামী কে চিকিৎসা করিয়ে পানাগর মোরগ্রাম রাজ্য সড়ক ধরে বীরভূমের ইলামবাজারের তাদের বাড়িতে যাওয়ার সময় ।
কাঁকসার দান বাবা মাজারের কাছে হঠাৎই এই দুই যুবক মোটরসাইকেলে করে এসে তাদের আটকে তাদেরকে নানানভাবে হুমকি দেয় বলে অভিযোগ। ওই দম্পতি কে বলা হয় ওই দম্পতি তাদের ধাক্কা মেরে এসেছে তাই ক্ষতিপূরণ বাবদ 40 হাজার টাকা তাদের দিতে হবে বলে অভিযোগ।
ক্ষতিপূরণের টাকা না দিলে তারা থানায় তাদের নামে কেস করবে কারণ তারা দুজনেই বড় পুলিশ অফিসার। পুলিশ অফিসার পরিচয় দিয়ে তাদের নানানভাবে ভয় দেখানো হয় বলে অভিযোগ করেছেন ওই অভিযোগকারী মহিলা।
অগত্যা দীর্ঘক্ষন আকুতি মিনতি পর তাদের কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে নেয় এই দুই যুবক। নমিতা দেবী গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন কাঁকসা থানায়।
আরো পড়ুন:- অন্ডালে নতুন কালী মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত হল কলস যাত্রা
অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানা পুলিশ কাঁকসার রথ তলা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে। আটক করা হয় একটি মোটরসাইকেল।বুধবার ধৃত দুই যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয়।