Type Here to Get Search Results !

স্বর্ণিম বিজয় বর্ষ উদযাপনের অংশ হিসাবে সাইকেল প্রায় ৭০০ কিলোমিটার পথ অতিক্রম


তনুশ্রী চৌধুরী,পানাগড়:- ১৯৭১ সালের পাকযুদ্ধ জয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে স্বর্ণিম বিজয় বর্ষ পালিত হচ্ছে।ভারতীয় সেনাবাহিনী গত ৮ তারিখ সিকিমের চুংথাং থেকে পশ্চিম বর্ধমানের পানাগর পর্যন্ত পরিবেশবান্ধব যান সাইকেল ব্যবহারে মানুষকে উৎসাহিত করতে, স্বর্ণিম বিজয় বর্ষ  উদযাপনের অংশ হিসাবে এক সাইকেল  অভিযানের আয়োজন করে। 

এই কর্মসূচিতে ১২ জন আরোহী অংশ নেন ।দীর্ঘ প্রায় ৭০০ কিলোমিটার যাত্রাপথে  দলটি পরিবেশ সংরক্ষণ সম্পর্কে মানুষজনকে সচেতনতার বার্তা দেন।পাশাপাশি  তাঁরা স্থানীয় যুবকদের সেনাবাহিনীর কাজে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করেন এবং প্রবীন সেনা কর্মী ও যুদ্ধে শহীদ সেনাকর্মীদের স্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। 

প্রসঙ্গত, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার হাত থেকে মুক্তি পায় পূর্ব পাকিস্তানের জনগণ, জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। সেই  থেকে প্রতি বছরই ১৬ ডিসেম্বর দিনটিকে সেনাবাহিনীর 'বিজয় দিবস' হিসেবে পালন করা হয়। গত ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে এক অনুষ্ঠানে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা করেন।

আরো পড়ুন:- পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, পানাগড়ে প্রতিবাদ সভা করলো সিপিআইএম মহিলা সমিতির কর্মীরা 

১২ জন আরোহী  শিলিগুড়ি, কিষাণগঞ্জ, মালদা হয়ে প্রায় ৭০০ কিলোমিটার  পথ অতিক্রম করে গতকাল তাঁরা  পানাগড় সেনাছাউনিতে  এসে   পৌছায়। এই দুর্গম পথ সফলভাবে অতিক্রম করার জন্য সেখানে তাঁদের সম্বর্ধনা দেওয়া হয়।  


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad