তনুশ্রী চৌধুরী,পানাগড়:- খালি গ্যাসের সিলিন্ডার কাঁধে নিয়ে পানাগড় বাজারে মিছিল ও প্রতিবাদ সভা করলো সিপিআইএম এর মহিলা সমিতির কর্মীরা।
পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেও সরব হয়ে মঙ্গলবার বিকালে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে বিক্ষোভ দেখানো হয়।
সিপিআইএম এর কাঁকসা ১ ও ২ নম্বর আঞ্চলিক কমিটির মহিলা সমিতির পক্ষ থেকে পথ সভা টি অনুষ্ঠিত হয়।পথ সভায় যোগ দেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান তথা মহিলা সমিতির নেত্রী করমজিত কউর ভামরা,মহিলা সমিতির নেত্রী দীপা মন্ডল সহ অন্যান্যরা।
আরো পড়ুন:- দীর্ঘদিন লুকিয়ে থাকার পর, ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল খুনে বর্ধমান আদালতে আত্মসমর্পণ করলেন সোমনাথ মণ্ডল
এদিন প্রথমে পানাগড় বাজার থেকে একটি মিছিল করে এসে পানাগড়ের চৌমাথা মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। এদিন পথ সভায় প্লাকার্ড পোস্টার হাতে বিক্ষোভে সামিল হন বাম মহিলা কর্মী সমর্থকরা।