নীলেশ দাস, আসানসোল:- আসানসোল (Asansol) পৌরনিগমে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির স্মরণসভা করা হলো।শুক্রবার পৌরনিগমের প্রধান প্রশাসনিক ভবনে প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির ফটোতে মাল্যদান করা হয়।
এদিন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জির ফটোতে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান।
আরো পড়ুন:- বার্নপুরে অস্ত্র কারখানার ঘটনায় সরব হলেন অগ্নিমিত্রা পল
এর পাশাপাশি আসানসোল পৌরনিগমের প্রশাসক সদস্য মীর হাসিম, চন্দ্রশেখর কুন্ডু, অভিতাভ বসু, মানস দাস, দিব্যেন্দু ভগৎ সহ প্রমুখেরা প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।