নিজস্ব প্রতিনিধি:- লকডাউনের পর লোকাল ট্রেনের চাকা গড়ালেও বাঁকুড়া-মশাগ্রাম শাখা-সহ আদ্রা ডিভিশনের বিভিন্ন শাখায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। গত ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে চালু হয়েছে লোকাল ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করছে। এবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে চালু হলো বাঁকুড়া মশাগ্রাম রেলপথে লোকাল ট্রেন পরিষেবা।
বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলার অন্যতম লাইফলাইন বাঁকুড়া–মশাগ্রাম লোকাল ট্রেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাঁকুড়া মশাগ্রাম রেলকে হাওড়া সঙ্গে সংযুক্ত করা হোক। যদিও এখনও সেই বিষয়ে রেলের পক্ষে তেমন কোন উদ্যোগ চোখে পড়ে নি।
দীর্ঘদিন পর বাঁকুড়া মশাগ্রাম রেল চালু হওয়ায় রেলযাত্রীদের পাশাপাশি খুশি হকাররা। একইসঙ্গে আশেপাশের টোটো চালকরাও খুব খুশি। দীর্ঘদিন ধরে টানা রেল পরিষেবা বন্ধ থাকার কারণে রুটিরুজিতে টান পড়েছিল এই মানুষগুলির।
অবশেষে বাঁকুড়া মশাগ্রাম রেল চালু হতেই খুশির হাওয়া তাদের মধ্যে। বাঁকুড়া থেকে মশাগ্রামে আসা চন্দন দত্ত বলেন , বাঁকুড়া মশাগ্রাম রেল যে পথ যেতে দু'ঘন্টা সময় লাগে। বাসে সেই জায়গায় সময় লাগে তিন ঘন্টা। আবার ভাড়াটাও যথেষ্ট বেশি।
আরো পড়ুন:- বাঁকুড়ার জঙ্গলে হাতির দলকে ফেরত পাঠাতে কালঘাম ছুটছে বনদফতরের কর্মীদের
তবে বাঁকুড়া মশাগ্রাম রেলের এক মুখে পরিষেবা খুশি নন অনেকেই। ওই শাখায় দৈনিক এক জোড়া ট্রেন যাতায়াত করে। তাদের দাবি, দুই স্টেশন থেকে দুটি ট্রেন পরিষেবা চালু হলে তবেই হবে সুবিধা জানালেন, রেলওয়ে যাত্রী পরিষেবা সমিতির সদস্য সুপ্রকাশ সামন্ত।