তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একদল জমি মাফিয়া বেআইনিভাবে সরকারি জমি নিজেদের বলে পরিচয় দিয়ে তা বিক্রি করার চেষ্টা করছে এমনই অভিযোগ কাঁকসার ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুন্দিয়ারা গ্রাম সংলগ্ন এলাকায়। দিনের-পর-দিন বেআইনিভাবে বিক্রয় হয়ে যাচ্ছে সরকারি জমি।সোমবার সুন্দিয়ারা গ্রামের বাসিন্দারা কাঁকসার ভিডিও সুদীপ্ত ভট্টাচার্য কে এই বিষয়ে লিখিত অভিযোগ জানায়।
গ্রামবাসীরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে তাদের গ্রাম লাগোয়া বেশকিছু সরকারি জমির ওপর তারা চাষ করতেন। ওই জমিটি সরকারি জমি হিসাবেই পরিচিত। হঠাৎ করে কিছুদিন যাবৎ এলাকার বেশ কিছু জমি মাফিয়া তারা নিজেদের জমি বলে দাবি করে সেই জমি কিরে দিয়ে বিক্রি করার চক্রান্ত করেছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয় এক কৃষক জানান আমরা ওই জমিতে দীর্ঘ ৫০ বছর ধরে চাষ করে আসছি এখন হটাৎ করে বলছে ওই জমি ছেড়ে দিতে।তিনি জানান এবিষয়ে প্রশাসন কে জানানো হয়েছে। অন্য এক কৃষক বলেন দীর্ঘ দিন ধরে পাট্টা হিসাবে যে জমিগুলোতে চাষ করে আসছি সেই জমি গুলো বর্তমানে কয়েকজন দালাল এসে সেই জায়গা গুলো ঘিরে দিয়েছে এবং সেই জায়গা থেকে তাদের উৎখাত করার চেষ্টা করছে। আমরা জমি রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছি।
সেই জন্যই আজ বি ডি ও এর কাছে অভিযোগ জানাতে এসেছি যাতে জমিটা রক্ষা করা যায় । তিনি আরো জানান এবিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে থানায় কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এর পর বি এল আরো এর কাছে অভিযোগ জানাতে গেলে তিনিও অভিযোগ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ করেন তিনি। অবশেষে বি ডি ও এর কাছে অভিযোগ জানান তারা। তারা জানান তারা দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষ করে সংসার চালাচ্ছেন ,প্রায় ৫০ টি পরিবার ওই জমির উপর নির্ভর।
আরো পড়ুন:- দুর্গাপুরে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে রাস্তায় হটাৎ অসুস্থ হয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রের
এই বিষয়ে প্রশাসন হস্তক্ষেপ করে যাতে সরকারি জমি বেআইনিভাবে জমি মাফিয়ারা বিক্রি করতে না পারে তার জন্য প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহণ করুক এই আবেদন করেছেন স্থানীয় কৃষকরা।