নিজস্ব প্রতিনিধি:- দুর্গাপুরের আমরাই এলাকার বেআইনি ভাবে গাছ কাটা নিয়ে এলাকায় চাঞ্চল্য। সকাল থেকে এলাকার মানুষরা এই ঘটনার প্রতিবাদে সামিল হয়। কে বা কারা রাতের অন্ধকারে গাছ কেটে এলাকার জমি দখল করতে চেষ্টা করছে বলে অভিযোগ স্থানীয়দের।
দুর্গাপুরের আমরাই গ্রামে একের পর এক কেটে ফেলা হচ্ছে গাছ। এসমস্ত গাছ কয়েকশো বছরের পুরনো। জমি ব্যবসার সঙ্গে যুক্ত কিছু অসাধু ব্যবসায়ী এর আগেও এই গ্রামে ইস্পাত কারখানার জমি বিক্রি করে ফেলেছে বেআইনিভাবে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ বনদপ্তর এবং দুর্গাপুর ইস্পাত কারখানার আরো কিছু জমিতে বড় বড় গাছ কেটে দিয়ে রাতের অন্ধকারে সেখানে প্লট করে ঘর তৈরি হচ্ছে জমি বিক্রি করে । এই নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ পুলিশকে বার বার ফোন করা সত্ত্বেও পুলিশ দেরিতে পৌঁছায়।
স্থানীয়দের আরো অভিযোগ গাছ কাটতে বাধা দিলে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরে পুলিশ আসে ঘটনাস্থলে এবং বনদপ্তর এর দুর্গাপুর শাখার আধিকারিকের কাছে খবর দেয় এবং তদন্ত শুরু করেছে।