Type Here to Get Search Results !

উখরায় সাড়াম্বড়ে পালিত হলো গোষ্ঠ উৎসব


সংবাদদাতা, অন্ডাল : ঐতিহ্য ও পরম্পরা মেনে শুক্রবার উখরায় সাড়াম্বড়ে পালিত হলো গোষ্ঠ উৎসব। সন্ধ্যায় পালকি করে দেবতাদের মূর্তি নিয়ে নগরকীর্তন শোভাযাত্রা হয় । 181 বছর আগে উখড়ায় গোষ্ঠ উৎসব শুরু হয় । সূচনা করেন তৎকালীন গ্রামের জমিদার শম্ভুলাল সিং হান্ডে । 

জমিদার পরিবারের পক্ষে বিশাল সিংহ হান্ডে এদিন জানান গোষ্ঠ হচ্ছে দেবতাদের মিলন উৎসব । জমিদার পরিবারের কুলদেবতা গোপীনাথ জিউর মন্দিরের তরফ থেকে গ্রামের মহন্তস্থল ও গোপাল জিউ মন্দিরের দেবতাদের আমন্ত্রণ জানানো হয় এদিন । 

আরো পড়ুন:- ADDA এর জমি দখল করে অবৈধ ভাবে গজিয়ে ওঠা দোকান ও হোটেল উচ্ছেদ করলো দুর্গাপুর মহকুমা প্রশাসন

সবকটি মন্দিরের দেবতাদের মিলন হয় চাঁদনী বাড়ি-মন্দিরে । সন্ধ্যায় নগর পরিক্রমার জন্য পালকি করে দেবতাদের শোভাযাত্রা বের করা হয় । রাতে আবার নিজ নিজ মন্দিরে ফিরে যান দেবতারা । শোভাযাত্রায় অংশ নেই গ্রামের বাসিন্দারা । সূচনা কাল থেকেই ঐতিহ্য ও পরম্পরা মেনে গোষ্ঠ উৎসব হয় উখরায় । এবারও দেখা গেল একই ছবি ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad