Type Here to Get Search Results !

ADDA এর জমি দখল করে অবৈধ ভাবে গজিয়ে ওঠা দোকান ও হোটেল উচ্ছেদ করলো দুর্গাপুর মহকুমা প্রশাসন


নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুর ২ নম্বর জাতীয় সড়কের পাশে আসানসোল - দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) জমি দখল করে অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল শুক্রবার উচ্ছেদ করলো দুর্গাপুর মহকুমা প্রশাসন। উচ্ছেদ অভিযানে এডিডিএ আধিকারিক ও মহকুমাশাসকের দপ্তরের ডেপুটি মাজিস্ট্রেট সহ সরকারি কর্মীরা উপস্থিত হয়।   

উচ্ছেদ করতে এলাকায় অশান্তি এড়াতে দুর্গাপুর থানার বিশাল পুলিস বাহিনী এসিপি ও কমব্যাট ফোর্স আসে। মেশিনের সাহায্য প্রায় ১০ টি দোকান ও হোটেলের অস্থায়ী ছাউনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

আরো পড়ুন:- বীরভূমের নানুরে বাম কর্মী বদল শেখ এর হত্যার প্রতিবাদে দুর্গাপুরেও বিক্ষোভ দেখালেন বাম কর্মী সমর্থকরা

এডিডিএ সূত্রে জানা গিয়েছে,  বারংবার ওই অবৈধ ভাবে গজিয়ে ওঠা দোকান ও হোটেল ভাঙা হলেও ওই ব্যাবসায়ীরা বারংবার জমি দখল করে অবৈধভাবে ব্যাবসা গড়ে তোলে। তাই এই অভিযান লাগাতার চলবে।

অন্য দিকে দোকানদারদের অভিযোগ দুর্গাপুরের বি ২ বাজারের কিছু দোকান ভাঙার জন্য চিন্নিত করণ হলেও সেগুলি ভাঙা হয়নি এখনো। কিন্তু তাদের দোকান গুলি ভেঙে দিচ্ছে প্রশাসন। তারা জানান এই দোকান গুলির উপর ১০০টি পরিবার নির্ভর করে।  

তারা বলেন করনার পর আমরা হোটেল বানিয়ে, দোকান বানিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছিলাম। হোটেলে অনেক মানুষ কাজ করে তাদের সংসার চালান।প্রশাসনের উচিত তাদের দিকটিও একটু দেখা। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad