ওয়েব ডেস্ক:- মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ভোপালের (Bhopal) সোমবার রাতে কমলা নেহেরু হাসপাতালে আগুন লেগে ৪ নবজাতকের মৃত্যু হয়েছে।সোমবার রাতে কমলা নেহেরু শিশু হাসপাতালের (Kamala Nehru Children's Hospital)নবজাতকদের একটি বিশেষ ইউনিটে এ (SNCU) আগুন লাগে।রাত ৯টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয় ।
দমকলের প্রাথমিক অনুমান শটসার্কিট থেকে এই আগুন লাগে। এসময় হাসপাতালটির শিশু বিভাগে অন্তত ৪০ শিশু চিকিৎসাধীন ছিল। হাসপাতালের ছবিতে দেখা গেছে যে উদ্ধার অভিযান শুরু হওয়ার পরে হতবাক অভিভাবকরা হাসপাতালের সিঁড়িতে কান্নায় ভেঙে পড়ছেন। বাকি শিশুদের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিপরাজ সিং চৌহান নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এ ঘটনা খুবই মর্মান্তিক।মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল এমন ৩ শিশুকে আমরা বাঁচাতে পারলাম না, যেটি সত্যিই দুর্ভাগ্যের।মুখ্যমন্ত্রীর এই টুইটের কিছুক্ষণ পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
আরো পড়ুন:- ব্যবসায়ী সব্যসাচী মন্ডলের খুনের তদন্তে মূল অভিযুক্তকে দিয়ে ঘটনার পুননির্মাণ করল পুলিশ
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের চিকিৎসা মন্ত্রী বিশ্বাস সারাং। তিনি বলেন, সম্ভবত শটসার্কিট থেকে আগুন। খবর পেয়েই দ্রুত দমকল বাহিনী পাঠানো হয়। হাসপাতালের তৃতীয় তলার বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিট (SNCU) ওয়ার্ডে প্রথমে আগুন লাগে। সেটি ছড়িয়ে পড়ে। ভর্তি শিশুদের সঙ্গে সঙ্গে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ২৫টি অগ্নিনির্বাপণ ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন ওয়ার্ডের ভিতরে অন্ধকার ছিল এবং শিশুদের পাশের ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে।