Type Here to Get Search Results !

রাজস্থানের বারমেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

ওয়েবডেস্ক:- রাজস্থানের বারমেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বারমের জেলার পাচপাদ্রা থানা এলাকার যোধপুর হাইওয়ের ভাণ্ডিয়াওয়াসের কাছে বুধবার একটি বাস এবং একটি ট্রেলারের সংঘর্ষের (Bus and Tanker Collision in Barmer)পরে বাসটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনায় ৫ জন জীবন্ত দগ্ধ হয়। দুর্ঘটনায় মৃতের সংখ্যাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে প্রায় ২৪ জন  মানুষ আগুনে পুড়ে যায়। আহতদের বালোত্রার নাহাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে পাঁচপদরা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার কার্য চলছে।

কীভাবে ঘটল এই ভয়ংকর দুর্ঘটনা? বাসের এক যাত্রী জানিয়েছেন, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বাসটি বালোত্রা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময়ই উলটো দিক থেকে আসা ট্যাঙ্কারটি দ্রুতগতিতে ধাক্কা মারে সেটিকে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বিভাগীয় কমিশনার রাজেশ শর্মা, মন্ত্রী সুখরাম বিষ্ণোই এবং পাচপদ্রার বিধায়ক মদন প্রজাপত। বারমের জেলা কালেক্টর লোকবন্ধু এবং পুলিশ সুপার দীপক ভার্গবও জেলা সদর থেকে ঘটনাস্থলে রওনা হয়েছেন। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বলা হচ্ছে, বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষের সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় এবং এতে বাসে থাকা লোকজন আটকা পড়ে। জানালা ভেঙ্গে কয়েকজন বের হতে পারলেও অধিকাংশ মানুষ ভেতরে আটকা পড়ে। বাসে কতজন যাত্রী আটকা পড়েছে তা জানতে পুলিশ তৎপরতা সঙ্গে  উদ্ধার কার্য চালাচ্ছে।

আরো পড়ুন:- আরবাজ খানের বান্ধবী জর্জিয়া আন্দ্রিয়ানি মালাইকা অরোরার স্টাইলে ডগি কে নিয়ে বেড়াতে বেরিয়ে ভাইরাল হল তার ছবি

রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জেলাশাসককে নির্দেশ দিয়েছেন দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করার জন্য। আহতদের যথাযথ চিকিত্‍সা অবিলম্বে শুরু করে দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad