নীলেশ দাস ,আসানসোল:- আসানসোলের কল্যাণপুরে জবর দখলের বিরুদ্ধে অভিযান চালালো আসানসোল পৌরনিগম। এদিন পৌর নিগমের পক্ষ থেকে জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাত দখল করে থাকা দোকান গুলিকে।
প্রসঙ্গত; গত কয়েকদিন আগেই এক নির্দেশিকা প্রকাশ করে। যাতে বলা হয় আসানসোল পৌরনিগম বরাকর বাজার সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফুটপাথ বা রাস্তার উপর দখল করে থাকা দোকান পাট বা দোকানের আসবাবপত্র রাখা যাবে না রাস্তায়।
কারণ এই সমস্ত সামগ্রী রাস্তার উপর বা ফুটপাথ দখল করে থাকার ফলে পথিচারীদের রাস্তায় ও রাস্তার ফুটপাথে চলাফেরা করতে চরম অসুবিধা হয়েছিল। আর সাধারণ মানুষের কাছ থেকে সেই অসুবিধার অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে আসানসোল পৌরনিগম।
পৌর নিগম বোর্ডের অন্যতম সদস্য চন্দ্রশেখর কুণ্ডুর নেতৃত্বে চলতি মাসের ৮ ই নভেম্বর বরাকর বাজার সংলগ্ন ঐরাস্তায় অবৈধ ভাবে ফুটপাথ দখল করে থাকা দোকানপাট গুলি সরানোর সময় বেঁধে দেওয়া হয় আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে।
আর সেই মতো রবিবার অর্থাৎ ১৪ ই নভেম্বর মধ্য রাত্রি পযন্ত সেই সব অবৈধ ভাবে দখল করে থাকা দোকান পাট সরানোর সময় সীমা দেওয়া হয়েছিল আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে।
সেই নিদেশে মতো অনেক দোকানদার কিন্তু নির্দিষ্ট সময়ের আগে দোকানপাট সরিয়ে নিয়ে রাস্তার ফুটপাত ও হাইড্রেন উপর দখল করে থাকা এলাকা পরিষ্কার হয়েছে। কিন্তু নির্দেশকে উপেক্ষা করেই ফুটপাতের উপর রয়ে যায় বহু দোকান।
তাই সোমবার আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোলের কল্যাণপুরে জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালালো আসানসোল পৌরনিগম। এদিন পৌর নিগমের পক্ষ থেকে জেসিবি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় ফুটপাত দখল করে থাকা দোকান গুলিকে।
এই প্রসঙ্গে এদিন আসানসোল পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, মানুষ ব্যাবসা নিশ্চই করবে কিন্তু তা সরকারি সম্পত্তি দখল করে না। এই জায়গা গুলি যেন তাদের নিজেদের জমিদারিতে পরিণত হয়েছিল বলে জানান তিনি।