নিজস্ব প্রতিনিধি :- ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
এদিন এসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত পথসভায় সংগঠনের সদস্যরা যোগ দেন।সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে গতকাল কোলকাতা থেকে একটি বাস রওনা দিয়েছে দিল্লির যন্তর মন্তর যাওয়ার উদ্দেশ্যে।
ব্যাঙ্ক বেসরকারীকরণ এর বিরোধিতা জানিয়ে তারা আন্দোলনে নেমেছেন। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য ঘুরে অ্যাসোসিয়েশনের সদস্যরা বাসে করে দিল্লি পৌঁছাবেন। সেখানে যন্তর-মন্তর এর সামনে ব্যাংকের বেসরকারীকরনের প্রতিবাদে প্রতিবাদ জানাবেন ব্যাংকের কর্মীরা এবং অ্যাসোসিয়েশনের সদস্যরা।
কোলকাতার পর দুর্গাপুরে পথসভার মাধ্যমে তাদের প্রতিবাদ সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্যই আজ দুর্গাপুর সিটি সেন্টারে এই পথসভার আয়োজন বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।