সোমনাথ মুখার্জি, অন্ডাল :- অন্ডালের(Andal) ইসিএল (ECL) এলাকাগুলোতে চুরির ঘটনা দিন দিন বাড়ায় আতঙ্কিত স্থানীয়রা । গত মাসের ২২ তারিখ অন্ডালের মদনপুর এলাকায় ইসিএলের গোডাউনে চুরির ঘটনা ঘটে যদিও পুলিশের তৎপরতায় বড়সড় চুরির হাত থেকে রক্ষা পায়।
গতকাল গভীর রাতে ফের চুরির ঘটনা ঘটল অন্ডালের মাধবপুরের ১১ নম্বর ইসিএলের কাঁটা ঘরে । কাঁটা ঘরে কর্মরত এক ব্যক্তি জানান পরপর ছ টি ঘরের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে ।তবে ঘরগুলো থেকে ঠিক কত টাকার সামগ্রী চুরি গেছে এখনও পর্যন্ত পরিষ্কার নয়, অনুমান করা হচ্ছে প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী হতে পারে ।
বারবার এ ধরনের চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । বার বার শুধু ইসিএল এলাকার ইসিএলের আবাসন ,ইসিএলের গুদামঘর, কাঁটাঘর এরকম জায়গায় চুরির ঘটনায় প্রশ্নের মুখে ইসিএলের নিরাপত্তা দায়িত্বে থাকে সিআইএসএফ ।
নিরাপত্তার দায়িত্বে থাকা অজিত রাম নামে এক সিকিউরিটি গার্ড জানান ,এত বড় এলাকায় গাড়ির সংখ্যা কম থাকায় এরকম ঘটনা ঘটছে যদিও মাঝেমধ্যেই সিআইএসএফের দল পেট্রোলিংয়ে আসে। মাধবপুর কোলিয়ারির ম্যানেজার (Colliery Manager) বিশ্বজিৎ মণ্ডল জানান,কত টাকার কী কী চুরি গেছে এখন পর্যন্ত পরিষ্কার নয় সমস্ত বিষয়ে তদন্ত শুরু হয়েছে, তবে দুষ্কৃতীরা কাঁটাঘরের কম্পিউটার (Computer) এবং সিসিটিভি (CCTV) নষ্ট করে দিয়েছে।