নীলেশ দাস,আসানসোল:- সম্পত্তিগত বিবাদের জেরে দুই ভাইয়ের মধ্যে তুমুল সংঘর্ষ। দুই ভাই একে ওপরে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। মারামারি হয়,আহত হয় দুই পরিবারের মধ্যে ৩ জনের।ঘটনাটি ঘটেছে কুলটি থানার নিয়ামতপুর বাজার এলাকায়। বচসা থেকে শুরু হয় মারামারি। তা এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে দুই ভাই একে ওপরে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেই লাঠির আঘাতে কেবল বরাট এর মাথা ফেটে যায়।
শেষপর্যন্ত সময় মতো পুলিশ পৌঁছে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
আরো পড়ুন :- আসানসোল পৌরনিগম নির্বাচনে সবকটি ওয়ার্ডে তৃণমূল জয়ী হবে, বললেন ভি.শিবদশান দাশু
ঘটনার বিবরণে জানান আহত কেবল বরাট বলেন,দোকান কিনে নেওয়ার পরেও জোরজবস্তি বলছে জায়গা নেবো শিবু বরাট। সেই থেকেই ঝামেলা এবং মারামারি। শিবু বরাট আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করে। তবে এই ঘটনায় মৌখিক অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে।