নীলেশ দাস, আসানসোল :-আসানসোল পৌরনিগম নির্বাচনে ১০৬ টি ওয়ার্ডেই তৃণমূল জয়লাভ করবে, বুধবার আসানসোলের তৃণমূল দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে একথা জানান তৃণমূলের রাজ্য সম্পাদক তথা আসানসোলের কনভেনর ভি.শিবদশান দাশু ।
এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা আসানসোলের কনভেনর ভি.শিবদশান দাশু বলেন আসানসোল পৌরনিগম নির্বাচনে ১০৬ টি ওয়ার্ডেই তৃণমূল জয়লাভ করবে।
পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন নিজের অস্তিত্ব রাখার জন্য বিরোধীরা সাংবাদিক বৈঠক করছেন। এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন ভি.শিবদশান দাশু।
এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা আসানসোলের কনভেনর ভি.শিবদশান দাশু বলেন মঙ্গলবার আসানসোলের এক কর্মসূচিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুকে যত আগে করবে তত তৃণমূলের জন্য ভালো হবে।
পাশাপাশি এর আগেও বিধানসভা উপনির্বাচনে ৩ টি আসনেই তৃণমূল জয়লাভ করেছে এবং আগামী দিনেও বিধানসভার উপনির্বাচনে ৪ টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বলে আশাবাদী।