ওয়েবডেস্ক:- তুরস্কের কাছ থেকে কেনা অত্যাধুনিক ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করল ইউক্রেন।মঙ্গলবার দেশটির ডোনবাস এলাকায় রুশ চরমপন্থিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এ ড্রোন ব্যবহার করা হয় বলে খবর । সামাজিক যোগাযোগমাধ্যমে এ ড্রোন মোতায়েনে ছবি পোস্ট করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
তুরস্কের কাছ থেকে ২০১৯ সালে প্রথমে ছয়টি বায়রাকতার ড্রোন ক্রয় করে ইউক্রেন।সম্প্রতি তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন ও সামরিক যান কিনছে ইউক্রেন।২০২১-২২ সালের মধ্যে ইউক্রেন ২৪টিরও বেশি বায়রাকতার ড্রোন ক্রয়ের পরিকল্পনা করেছে।বর্তমানে দেশটিতে ১২টি বায়রাকতার ড্রোন রয়েছে। এগুলো ইউক্রেন বিমানবাহিনী ও নৌবাহিনী ব্যবহার করছে।ভবিষ্যতে নিজেদের প্রয়োজনে এ ধরনের ড্রোন নিজেরাই তৈরি করবে বলে ইউক্রেনের সেনাপ্রধান ঘোষণা করেছেন।
আরোপড়ুন:-ছায়াপথের বাইরে প্রথম কোনো গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
তুরস্কের সেনাবাহিনী ২০১৪ সাল থেকে অত্যাধুনিক এ ড্রোন ব্যবহার করছে।তুরস্ক ছাড়া এ ড্রোনটি ব্যবহার করছে ইউক্রেন, কাতার ও আজারবাইজান। ডোনবাসে ২০১৪ সাল থেকে ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে রুশ বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে এ পর্যন্ত ১৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।