সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- নবমীর রাতে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত পাণ্ডবেশ্বর কলেজ পাড়া এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। স্থানীয়রা থানায় এসে বিক্ষোভ ও দেখান। এই ঘটনায় পুলিশ নড়েচড়ে বসে।
তদন্ত চালিয়ে বীরভূমের দুবরাজপুরের ইসলামপুর থেকে দু'জনকে দুস্কৃতিকে গ্রেফতার করলো পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
আরোপড়ুন:- নিষিদ্ধ শব্দ বাজির বিরুদ্ধে অভিযান চালালো বর্ধমান থানা, উদ্ধার প্রায় ৪০কেজি শব্দ বাজি, আটক ১
শনিবার রাত্রিতে দুবরাজপুর থানা ও পাণ্ডবেশ্বর থানার যৌথ অভিযানে দুবরাজপুর ইসলামপুর থেকে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম পালে খান ও এসকে সারজু । ধৃতদের রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।