নিজস্ব প্রতিনিধি:- পুজোর আগে গ্রামের তিনটি বাড়িতে চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগে গ্রামের তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো পূর্ব বর্ধমানের তকিপুর গ্রামে।শুক্রবার দুপুরে তকিপুর গ্রামের সরকার পাড়ায় একটি বাড়ি ও মাঝপাড়ার দুটি বাড়িতে তালা ভেঙে দুস্কৃতিরা লুটপাট চালায়।
গ্রামের মাঝপাড়ার বাসিন্দা আরতি মুখার্জি বলেন দুপুরে কেউ বাড়িতে ছিল না ওই সুযোগে দুস্কৃতিরা তার বাড়ির আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে। অন্যদিকে মাঝপাড়ার বাসিন্দা রূপা চ্যাটার্জীর বাড়িতেও লুটপাট চালায় দুস্কৃতিরা।
তার আলমারি ভেঙে সাত ভরি সোনা ও নগদ ৩৫ হাজার টাকা লুট করে।পাশাপাশি গ্রামের সরকার পাড়ার ছবি ঘোষের বাড়িতে একই কায়দায় বাড়িতে কেউ না থাকার সুযোগে লুটপাট চালায় দুস্কৃতিরা। ছবি ঘোষ জানান নগদ ২১ হাজার টাকা ও সাত ভরি সোনার অলংকার আলমারি ভেঙে লুট হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়। গুসকরা ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে।