ওয়েবডেস্ক:- চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন এক বয়স্ক মহিলা । তারপর পা ফসকে গিয়ে ট্রেন আর রেল লাইনের মাঝে পড়তে চলেছিলেন তিনি। এমন সময় সেখানে দায়িত্বরত রেল পুলিশের নারী কনস্টেবলের সহায়তায় অল্পের জন্য প্রাণ বেঁচে গেল তার। মুম্বইয়ের স্যান্ডহার্স্ট রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার এমন ঘটনার ঘটে।ঘটনার সিসিটিভির ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে ভারতের মুম্বইয়ে স্যান্ডহার্স্ট রেলওয়ে স্টেশনে ঘটে এই ঘটনা।সিসিটিভির ফুটেজের ভিডিওতে দেখা যায়, ওই বয়স্ক মহিলা রেলওয়ে প্লাটফর্মে দাড়িয়ে থাকা একটি ট্রেনে উঠতে যান। ট্রেনে উঠবেন ঠিক সেই মুহূর্তে ট্রেনটি ছেড়ে দেয়। এরপর পা ফসকে গিয়ে প্রায় ট্রেনের নিচে চলে যাচ্ছিলেন ওই বয়স্ক মহিলা ।এরপর পাশে থাকা এক মহিলা কনস্টেবল স্বপ্না গোলকর বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। আর কিছুক্ষণ দেরী হলেই ঘটে যেত বড়সড় দুর্ঘটনা।ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে স্বপ্নার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা। স্বপ্না গোলকর নামের সেই মহিলা কনস্টেবল সকলের হিরো হয়ে উঠেছেন ৷
#WATCH | Maharashtra: Railway Protection Force (RPF) constable Sapna Golkar saves a 50 year-old woman from falling into the gap between platform and train while she was boarding the running train at Sandhurst Road railway station on Thursday. pic.twitter.com/XkTZGODpYQ
— ANI (@ANI) October 21, 2021
আরোপড়ুন:- হরিয়ানার দুই ভাইয়ের চুল কাটার দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে
বিভিন্ন মন্তব্যে তারা লিখেছেন, দেশের স্বপ্নার মতো হিরো আরও প্রয়োজন। আবার অনেকেই লিখেছেন, আমাদের মধ্যে যে হিরোরা রয়েছেন স্বপ্নাও তাদেরই একজন আসল হিরো।ঘটনাটির পরে মুম্বাইয়ের স্টেশনে যাত্রী সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে৷ যাত্রীরা যেন নিজেদের জীবনের ঝুঁকি না নিয়ে এভাবে ট্রেনে ওঠেন সে বিষয়ে বার্তাও দেওয়া হয়েছে।