ওয়েবডেস্ক:- বিশেষ করে তরুণদের মধ্যে চুলের ছাঁটে হালের ফ্যাশন সব সময়ই জনপ্রিয়। হরিয়ানার দুই ভাইয়ের চুল কাটার দক্ষতা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ওই দুই ভাইয়ের নাম রাজবিন্দর সিং সিধু ও গুরবিন্দর সিং সিধু।তাঁদের হাতের ছোঁয়ায় গ্রাহকের মাথা যেন ক্যানভাসের রূপ নিয়েছে।
হরিয়ানার দেবওয়ালিতে তাঁদের একটি সেলুন রয়েছে। তাঁদের চুলের ছাঁটে ফুটে উঠেছে নামকরা সব তারকার ছবি।গ্রাহকদের মাথায় প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন, মিকি মাউসসহ বিভিন্ন তারকা ও তাজমহলের মতো প্রখ্যাত স্থাপনার ছবিও ফুটিয়ে তোলেন তাঁরা।
মাথায় কার ছবি আঁকবেন, গ্রাহক নিজেরাই তা ঠিক করেন। সেই অনুযায়ী নিপুণ দক্ষতায় তাঁদের মাথায় সেই তারকার ছবি ফুটিয়ে তোলেন দুই ভাই। তাঁদের এই দক্ষতা গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ রকম করে চুল কাটাতে প্রতিদিনই গ্রাহকের ঢল নামছে তাঁদের সেলুনে।
৩১ ও ২৯ বছর বয়সী দুই ভাইয়ের কাছে বলিউড তারকা ও ভারতের জনপ্রিয় খেলোয়াড়দের ছবি আঁকার অনুরোধই বেশি আসে। রাজবিন্দর সিং সিধু ও গুরবিন্দর সিং সিধু সাত বছর আগে সেলুনের ব্যবসা শুরু করেন।
আরোপড়ুন :- অন্ডাল পুলিশের তৎপরতায় ব্যর্থ হল ইসিএলের গোডাউনের চুরির চেষ্টা
গুরবিন্দর সিং বলেন, ‘আমরা বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, এম এস ধোনির মতো তারকা ক্রিকেটারদের ছবি এঁকেছি। এ ছাড়া আমরা ড্যান, দ্য রক, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অজয় দেবগন, হৃতিক রোশনের মতো বিখ্যাত তারকাদের ছবি ফুটিয়ে তুলেছি গ্রাহকের চুলে।’
প্রথমে এই কাজের দক্ষতা অর্জনের জন্য বিনা মূল্যে চুল কাটতেন দুই ভাই। এই বিষয়ে রাজবিন্দর সিং বলেন, ‘শুরুতে আমরা কোনো পারিশ্রামিক ছাড়াই গ্রাহকের চুল কাটতাম। এ কাজে দক্ষতা অর্জনের জন্যই এটা করতাম।’