নিজস্ব প্রতিনিধি:- পুলিশী অভিযানে উদ্ধার হল প্রচুর নকল স্নো সেম সিমেন্ট পেন্ট । বৃহস্পতিবার বর্ধমান শহরের জিটি রোডের ধারে কেশবগঞ্জচটির পঞ্চায়েত মার্কেটে হানা দেয় জেলা এনফোর্সমেন্ট ব্যাঞ্চের একটি দল।
জেলা এনফোর্সমেন্ট ব্যাঞ্চের আধিকারিক সমরেশ দে জানান,পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে মার্কেটে হানা দিয়ে ২০২ বস্তা নকল স্নোসেম সিমেন্ট পেন্ট এর হদিস পায়।পুলিশ স্নোসেম সিমেন্ট পেন্ট গুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি দোকানের মালিক কে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:- মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, আগামী ৬ মাসের মধ্যে আমেরিকায় বড়সড় হামলা চালাতে পারে ISIS-K
স্নোসেম সিমেন্ট পেন্ট ভর্তি বস্তাগুলির গায়ে কোন ট্রেডমার্ক ও তৈরির তারিখ দেওয়া নেই। স্নোসেম সিমেন্ট পেন্টএর নমুনা ল্যাবটোরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান সমরেশ দে।