ওয়েব ডেস্ক:- এ মাসের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। গত তিন বছরে যা সর্বোচ্চ। যার প্রভাব পড়েছে ভারতের বাজারে। ফলে লাগাতার বাড়ছে জ্বালানির দাম। শুক্রবার মধ্যরাত থেকে কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ৩৬ পয়সা ও ডিজেলের দাম ৩৫ পয়সা বেড়েছে। ফলে, কলকাতায় পেট্রলের দাম রেকর্ড ছুঁয়েছে।শনিবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম লিটার প্রতি ১০৬.১০ টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৭.৩৩ টাকা।
দিল্লি ও মুম্বইতে জ্বালানীর দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। এদিন দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ১০৫.৪৯ টাকা ও ডিজেলের দাম ৯৪ টাকা ২২ পয়সা । অন্যদিকে মুম্বইতে একলিটার পেট্রেলের দাম বেড়ে হয়েছে ১১১ টাকা ৪৩ পয়সা ও ডিজেল ১০২ টাকা ১৫ পয়সা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১০২টাকা ৭০ পয়সা এবং ৯৮ টাকা ৫৯পয়সা ।
আরো পড়ুন :- অচৈতন্য অবস্থায় এক তরুণীকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আউশগ্রামে
এই নিয়ে গত ২১ দিনে পেট্রলের দাম বেড়েছে ১৫ বার ও ১৮ বার বেড়েছে ডিজেলের দাম।জ্বালানির দাম বাড়ায় বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। অগ্নিমূল্য বাজার। উৎসবের মরসুমে তাই নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ।