নিজস্ব প্রতিনিধি:-নবমীর সন্ধ্যায় বর্ধমান স্টেশনে বোমাতঙ্ক।স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে একটি পড়ে থাকা ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায়। বোমাতঙ্কের জেরে ১ নম্বর প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
খবর পেয়ে বর্ধমান স্টেশনে উপস্থিত হন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। ১ নম্বর প্লাটফর্মের জিআরপি অফিসের ঠিক পাশেই কালো রঙের একটি ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায়।আরপিএফের স্নিফার ডগের পাশাপাশি জেলা পুলিশের স্নিফার ডগ নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার জানান একটি কুকুর ব্যাগ শুঁকে বারুদ থাকার ইঙ্গিত দেয়।তাই আমরা ঝুঁকি না নিয়ে বোম স্কোয়াডকে খবর দিয়েছি।
গোটা এলাকাটিকে বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। কাউকে ওদিকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।