দশমী মানেই মিষ্টি মুখ। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে বাঙালির প্রিয় ও একমাত্র মিষ্টি। মিষ্টি ছাড়া বিজয়া অসম্ভব। তাই দশমীর দিন সকাল থেকেই বর্ধমানের মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের ভিড়। নানান মিষ্টির মাঝেও স্বমহিমায় উজ্জ্বল শতবর্ষ প্রাচীন রাজ মিষ্টি সীতাভোগ মিহিদানা। ক্রেতারা ভ্যারাইটিস মিষ্টি কিনলেও সীতাভোগ মিহিদানা নিতে ভুলছেন না।
এমনিতেই বর্ধমানের মহারাজ প্রিয় মিষ্টি সীতাভোগ মিহিদানা সুনাম ও খ্যাতি জেলা ছাড়িয়ে ভিন জেলা ও ভিন রাজ্যে ছড়িয়ে পড়েছে।এরমধ্যে রাজ মিষ্টিতে নতুন পালক। সপ্তাহ দুয়েক আগে ভিন দেশে বর্ধমানের সীতাভোগ মিহিদানা পাড়ি দিয়েছে।মধ্যপ্রাচ্যের বাহরিনে সীতাভোগ মিহিদানা খেয়ে সেখান বাসিন্দারা উচ্ছ্বসিত। প্রশংসিত হয়েছে সীতাভোগ মিহিদানা।
শুক্রবার সকাল থেকেই বর্ধমানের বিভিন্ন জায়গায় মিষ্টির দোকানে ভীড় উপচে পড়েছে।মিষ্টান্ন ব্যবসায়ী সৌমেন দাস বলেন, দোকানে ভ্যারাইটির সন্দেহ সহ বিভিন্ন মিষ্টি আছে।ক্রেতারাও ভ্যারাইটিস মিষ্টি কিনছেন। তবে তার সঙ্গে অবশ্যই সীতাভোগ মিহিদানা আছে।