সোমনাথ মুখার্জী,পাণ্ডবেশ্বর:-পাণ্ডবেশ্বরের নবগ্রামের ফুটবল ময়দানে ধস এলাকায় আতঙ্ক। নবগ্রামের আশেপাশে রয়েছে বেশ কয়েকটি খনি ।স্থানীয় বাসিন্দা চিরন্তন চট্টোপাধ্যায় কাঞ্চন মুখার্জিরা জানান যেভাবে মাটির নিচে থেকে কয়লা কাটা হচ্ছে তার ফলেই গ্রামের ধসের সৃষ্টি হচ্ছে । আর এই ধসের জন্য গ্রামবাসীরা ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করছেন ।
গ্রামের একমাত্র খেলার মাঠ এই মাঠে হয় গ্রামের সবরকমের সাংস্কৃতিক ও খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ।কয়েকদিন আগেই দুর্গাপূজার প্যান্ডেল হয়েছিল এই মাঠে ।যদিও ধসের আকার খুব একটা বড় নয় তবে মাটিতে ধসের সৃষ্টি হয় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
আরো পড়ুন:- হলদিয়া থেকে তারাপীঠ বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালকসহ দু'জনে
ঘটনাস্থলে আসেন ইসিএলের আধিকারিক ও পাণ্ডবেশ্বর থানার ওসি ।আপাতত ধসজনিত এলাকা মাটি দিয়ে ভর্তি করা হয়েছে এবং তার চারপাশে ফেন্সিং দেওয়া হয়েছে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে ।