নিজস্ব প্রতিনিধি:- অষ্টমীর রাতে একটি চায়ের দোকানে আগুনকে কেন্দ্র করে ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। বুধবার রাতে বর্ধমান শহরের রাণীসায়রের দক্ষিণ পাড়ে রাজু পাল নামে এক তৃণমূল কর্মীর চায়ের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
রাজু পালের দাবী সে যুব তৃণমূল কংগ্রেসের সমর্থক। প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদারের অনুগামী বলে নিজেকে দাবী করেন রাজু পাল।তিনি বলেন, 'কিছু দিন আগে বিধায়ক খোকন দাসের কয়েকজন অনুগামী তাকে শাসায়। রাসবিহারী হালদারের সঙ্গে দল করা যাবে না।তৃণমূল করলে বিধায়ক খোকন দাসের সঙ্গে থাকতে হবে। তিনি রাজী না হওয়ায় কয়েকজন খোকন দাসের অনুগামী রীতিমত তাকে হুমকি দেয় । চায়ের দোকান আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন।'
এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, অভিযোগ করেছে। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে।সুতরাং তদন্ত শেষ হোক তাহলেই বোঝা যাবে। বর্ধমান থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই বিষয়ে বিধায়ক খোকন দাস তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ।