সংবাদদাতা, অন্ডাল :- নিজের দুই মেয়েকে নিয়ে সোমবার থেকে নিখোঁজ হয়েছেন এক গৃহবধূ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি উখরা আনন্দ মোড়ের ।
স্থানীয়সূত্রে জানা যায়,উখরা আনন্দ মোড়ের বাসিন্দা মানসী বিশ্বকর্মা তার স্কুল পড়ুয়া দুই নাবালিকা মেয়ে সুমনা(17) ও রেশমা (13) কে নিয়ে সোমবার বেলা 10 টা নাগাদ বাজার যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ না মেলায় মানসির স্বামী রাজেশ বিশ্বকর্মা মঙ্গলবার উখরা পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ দায়ের করেন ।
রাজেশবাবু জানান,পেশায় তিনি কাঠ মিস্ত্রি । কর্মসূত্রে দীর্ধদিন তিনি দুবাই এ থাকতেন । বছর দুয়েক আগে দুবাই থেকে ফিরে মুম্বাই এ ছিলেন । মাস ছয়েক আগে উখরায় নিজের বাড়িতে ফিরে এসে তিনি তার কাজ শুরু করেন । স্ত্রী ও দুই মেয়ে ছাড়াও তার এক ছেলে আছে ছেলে উখরা কেবি ইনস্টিটিউশন এর দশম শ্রেণীর ছাত্র ।
মেয়ে দুটি উখরা বালিকা বিদ্যালয়ের একাদশ ও সপ্তম শ্রেণীর ছাত্রী । স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিলো বলে রাজেশ বাবুর দাবি । 'তিনি জানান সোমবার 10 টা নাগাদ দুই মেয়েকে সাথে নিয়ে বাজার যাচ্ছি বলে স্ত্রী বাড়ি থেকে বের হন । তারপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা ও মোবাইল ফোন এর সুইচ অফ আছে বলে জানান ।'
আরো পড়ুন:- লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস,আটকে বহু পর্যটক, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে প্রশাসন
আত্মীয়স্বজন সহ সমস্ত জায়গায় খোঁজাখুঁজির পর কোনো খোঁজ না পাওয়ায় মঙ্গলবার উখরা পুলিশ ফাঁড়িতে রাজেশ বাবু নিখোঁজের অভিযোগ দায়ের করেন । তদন্ত শুরু করেছে পুলিশ । রহস্যজনক ভাবে নিখোঁজের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।