ওয়েবডেস্ক:- মাকে হারালেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।শুক্রবার গভীর রাতে সল্টলেকের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কৌশানীর মা। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর।অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌশানির মা। পরে ফুসফুসে সংক্রমণও ধরা পড়ে।পরিস্থিতির অবনতি হলে গত ২৩ অক্টোবর তাকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়।
গত রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ছুটে যান কৌশানী। খবর পেয়ে ছুটে যান অভিনেতা বনি সেনগুপ্তও। হাসপাতালে রাত থেকেই কৌশানীর পাশে ছিলেন বনি।প্রসঙ্গত, ২০১৫ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে কৌশানির। বিধানসভার আগে তৃণমূলে যোগ দেন তিনি।
আরো পড়ুন:- জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান খান
মুকুল রায়ের বিপরীতে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হন কৌশানী। প্রায় ৩৫ হাজার ভোটে হেরে যান। সেই সময়ও অভিনেত্রীর পাশে ছিলেন তার মা। মা ও বাবাকে নিয়েই ভোট দিতে যান তিনি। প্রিয় মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী।