পূর্ব বর্ধমান জেলায় কালাজ্বরের পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে জেলা প্রশাসন। মঙ্গলবার একটি কেন্দ্রীয় টিম জেলায় এসে কালাজ্বরের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে আলোচনা করেন।
এই প্রসঙ্গে জানা গেছে, কালাজ্বর নির্মূল করতে কেন্দ্রীয় স্তরে কাজ শুরু হয়েছে। বিশ্ব সাস্থ্য সংস্থাও কালাজ্বর নির্মূল করতে চায়। জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়ছেন, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় ৯ জন কালাজ্বরে আক্রান্ত মানুষ রয়েছেন। এদের মধ্যে ১ জন বর্ধমান শহরের অধিবাসী। তিনি জানান, ম্যালেরিয়ার প্রকোপ রোধে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।