শুভময় পাত্র ,বীরভূম:- রবিবার সাতসকালে বিশ্বভারতীর দেওয়ালে নকশালবাড়ির নামে বিতর্কিত পোস্টার লক্ষ্য করা যায়। যা নিয়ে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্য। এই সকল পোস্টার তুলে ধরা হয়েছে suns নামে। যেখানে বলা হয়েছে 'নকশালবাড়ি এক হি রাস্তা', এছাড়াও পোস্টারে লেখা হয়েছে 'দালাল ভিসির নিরাপত্তারক্ষী পুলিশ এখন বোবা কেন?' এবং 'পারুলডাঙ্গা তিন বছরের শিশু ধর্ষকরা সাবধান' এমন নানান বিতর্কিত প্রশ্ন ও হুঙ্কার।
রবিবার সকাল থেকে এই দেওয়াল লিখন লক্ষ্য করা যায় বিশ্বভারতীর বিভিন্ন দেওয়ালে। তবে কে বা কারা এমন দেওয়াল লিখন লিখেছেন তা এখনো জানা যায়নি। লাল কালিতে লেখা হয়েছে এই সকল লেখনি, এর পাশাপাশি সাদা কাগজের উপর লাল কালিতে লেখা হয়েছে পোস্টার। ঘটনার বিষয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই শান্তিনিকেতন থানার অন্তর্গত পারুলডাঙ্গায় তিন বছরের এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয় একটি পুকুর থেকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। এরই মাঝে এমন চাঞ্চল্যকর পোস্টার নিয়ে নতুন করে সরগরম হয়েছে শান্তিনিকেতন এলাকা।